সপ্তাহের শুরুতেই EUR/USD পেয়ারের পুনরুদ্ধারের ইঙ্গিত পাওয়া যায় এবং এই পেয়ারের মূল্য গুরুত্বপূর্ণ রাউন্ড লেভেল 1.1600-এর ওপরে উঠে যায়। ইউরো এখনো সহায়তা পাচ্ছে এই আশায় যে, ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি) সুদের হার হ্রাসের পদক্ষেপ ইতিমধ্যেই শেষ করেছে।
গত শুক্রবার প্রকাশিত ইসিবির সর্বশেষ বৈঠকের কার্যবিবরণীতে দেখা গেছে, সর্বসম্মতিক্রমে মূল সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং গভর্নিং কাউন্সিল এই অবস্থানকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেছে। ট্রেডাররা ইতোমধ্যে প্রায় পুরোপুরি ভাবেই ২০২৫ সালে সম্ভাব্য সুদের হার হ্রাসের ভিত্তিতে এই পেয়ারের মূল্য নির্ধারণ করে ফেলেছে এবং ২০২৬ সালের শেষ নাগাদ এমন একটি পরিস্থিতির সম্ভাব্যতা এখন প্রায় ৪০% হিসেবে বিবেচনা করা হচ্ছে।
এই বিষয়গুলো EUR/USD পেয়ারের মূল্যকে স্থিতিশীল রাখতে এবং বৃদ্ধি পেয়ে সাহায্য করছে, যা ভবিষ্যৎ মূল্য বৃদ্ধির সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। ৫০-দিনের SMA সফলভাবে ব্রেকআউট করে মূল্য ঊর্ধ্বমুখী হলে এই বুলিশ মোমেন্টাম নিশ্চিত হবে এবং নতুন সর্বোচ্চ লেভেলের দিকে যাওয়ার সম্ভাবনা উন্মুক্ত হবে। বর্তমানে মার্কেটের ট্রেডারদের দৃষ্টি মাসের শুরুতেই প্রকাশিতব্য মূল মার্কিন সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদনের দিকে রয়েছে—বিশেষ করে আজ ISM উৎপাদন খাতের কার্যক্রম সূচক প্রকাশিত হতে চলেছে।
মার্কিন ডলার সূচক (DXY), যা অন্যান্য বৈশ্বিক মুদ্রার বিপরীতে ডলারের দর নির্ধারণ করে, বর্তমানে দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন লেভেলের কাছাকাছি অবস্থান করছে, যা ফেডারেল রিজার্ভের "ডোভিশ বা নমনীয়" অবস্থান গ্রহণের সম্ভাবনার কারণে সমর্থন পেয়েছে। উপরন্তু, সাম্প্রতিককালে কয়েকজন কর্মকর্তার মন্তব্যের ভিত্তিতে বিশ্লেষকরা ডিসেম্বরে আবার সুদের হার কমানোর সম্ভাব্যতা বাড়িয়ে দিয়েছেন। এই পরিস্থিতি, এবং অর্থবাজারে কার্যকর ইতিবাচক মনোভাব, নিরাপদ বিনিয়োগ হিসাবে মার্কিন ডলারের অবস্থানকে দুর্বল করে EUR/USD পেয়ারের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করছে।
টেকনিক্যাল দৃষ্টিভঙ্গি থেকে দেখলে, দৈনিক চার্টের অসিলেটরগুলো মিশ্র সংকেত দিচ্ছে, তবে উল্লেখযোগ্য বিষয় হলো—রিলেটিভ স্ট্রেন্থ সূচক (RSI) পজিটিভ জোনে প্রবেশ করেছে, যা মার্কেটের ইতিবাচক পরিস্থিতি নিশ্চিত করে। ক্রেতাদেরকে এই পেয়ারের মূল্যকে ৫০-দিনের SMA ব্রেক করে ঊর্ধ্বমুখী করতে হবে এবং সেই লেভেলে মূল্যকে ধরে রাখতে হবে, যা ভবিষ্যতে এই পেয়ারের দর বৃদ্ধির জন্য আরও ইতিবাচক পরিস্থিতি নিশ্চিত করবে।
১০০-দিনের SMA-এর ওপরে অবস্থান নিশ্চিত করতে পারলে এই পেয়ারের মূল্যের 1.1700–এর রাউন্ড লেভেলে পৌঁছানোর করার সম্ভাবনা আরও বাড়বে।
অন্যদিকে, সবচেয়ে নিকটতম সাপোর্ট 1.1600-এর রাউন্ড লেভেলে রয়েছে, এরপর রয়েছে 1.1585 — ৯-দিনের EMA, এবং তার নিচে 1.1570 — ২০-দিনের SMA। এই পেয়ারের মূল্য এই সকল লেভেল ব্রেক করে গেলে মার্কেটে নিম্নমুখী প্রবণতা বেড়ে গিয়ে মূল্য 1.1500–এর সাইকোলজিক্যাল লেভেলের দিকে এগিয়ে যেতে পারে।
নিচে গত সাত দিনে প্রধান মুদ্রাগুলোর বিপরীতে মার্কিন ডলারের শতাংশভিত্তিক প্রবৃদ্ধি দেখানো হলো। জাপানি ইয়েনের বিপরীতে মার্কিন ডলারের সবচেয়ে শক্তিশালী ফলাফল দেখা গেছে।