USD/JPY পেয়ারের ট্রেডের বিশ্লেষণ এবং পরামর্শ
যখন MACD সূচকটি শূন্যের উপরের দিকে উঠতে শুরু করেছিল তখন এই পেয়ারের মূল্য 156.60 লেভেল টেস্ট করে—যা মার্কিন ডলার ক্রয়ের জন্য একটি সঠিক এন্ট্রি পয়েন্ট নিশ্চিত করেছিল। এর ফলে, এই পেয়ারের মূল্য ২০ পয়েন্ট পর্যন্ত বৃদ্ধি পায়।
গতকাল প্রকাশিত ADP প্রতিবেদনের ফলাফল অনুযায়ী, ডিসেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রের বেসরকারি খাতের কর্মসংস্থানের হার নভেম্বরের তুলনায় বেশি ছিল। এই ফলাফল জাপানি ইয়েনের বিপরীতে মার্কিন ডলারের দর বৃদ্ধি ঘটাতে সহায়তা করে। এখন ট্রেডারদের দৃষ্টি শুক্রবার প্রকাশিতব্য নন-ফার্ম পেরোল প্রতিবেদনের দিকে কেন্দ্রীভূত থাকবে।
আজ প্রকাশিতব্য জাপানের অর্থনৈতিক পরিসংখ্যানের মধ্যে, ভোক্তা আস্থা সূচক প্রকাশিত হওয়ার কথা রয়েছে। এই সূচকটি জাপানি পরিবারগুলোর বর্তমান অর্থনৈতিক অবস্থা এবং ভবিষ্যৎ প্রত্যাশা সম্পর্কে দৃষ্টিভঙ্গি প্রতিফলিত করে এবং এটি ভোক্তাখাতের ব্যয়ের প্রবণতার পূর্বাভাস দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে—যা দেশটির মোট অভ্যন্তরীণ উৎপাদনের (জিডিপি) প্রধান উপাদান।
ট্রেডার এবং বিশ্লেষকরা এই সূচকটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে থাকেন, কারণ এটি গুরুত্বপূর্ণ সূচক হিসেবে কাজ করতে পারে এবং ব্যাংক অফ জাপানের মুদ্রানীতিগত সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে। ভোক্তা আস্থার নিম্নমান জনমনে নিরুৎসাহ ও হতাশার ইঙ্গিত দিতে পারে, যা ব্যয় হ্রাস এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি মন্থর হওয়ার কারণ হতে পারে।
এছাড়া, বিষয়টি মনে রাখা গুরুত্বপূর্ণ যে—জাপানে ভোক্তা আস্থার উপর বিভিন্ন ধরনের উপাদান প্রভাব ফেলে, যেমন: মুদ্রাস্ফীতির হার, শ্রমবাজারের অবস্থা, ভূ-রাজনৈতিক ঝুঁকি, এমনকি প্রাকৃতিক দুর্যোগও।
দৈনিক ট্রেডিং কৌশলের ক্ষেত্রে, আমি মূলত পরিকল্পনা ১ এবং পরিকল্পনা ২ বাস্তবায়নের উপর নির্ভর করব।
বাই সিগন্যাল
পরিকল্পনা 1: আজ এই পেয়ারের মূল্য 157.20-এর (চার্টে গাঢ় সবুজ লাইন) লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 156.86-এর (চার্টে সবুজ লাইন) এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি USD/JPY পেয়ার কেনার পরিকল্পনা করছি। এই পেয়ারের মূল্য প্রায় 157.20-এর লেভেলে পৌঁছালে, আমি লং পজিশন ক্লোজ করব এবং বিপরীত দিকে শর্ট পজিশন ওপেন করব (এই লেভেল থেকে বিপরীত দিকে 30-35 পিপস মুভমেন্টের প্রত্যাশা করছি)। USD/JPY পেয়ারের কারেকশন এবং উল্লেখযোগ্য দরপতনের সময় এই পেয়ার ক্রয় করা উচিত হবে। গুরুত্বপূর্ণ! এই পেয়ার কেনার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের উপরে রয়েছে এবং শূন্যের উপরে উঠতে শুরু করেছে।
পরিকল্পনা 2: আজ MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকাকালীন সময়ে মূল্য পরপর দুইবার 156.56-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি USD/JPY পেয়ার কেনার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী দিকে নিয়ে যাবে। আমরা 156.86 এবং 157.20-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করতে পারি।
সেল সিগন্যাল
পরিকল্পনা 1: আজ এই পেয়ারের মূল্য শুধুমাত্র 156.56-এর (চার্টে হালকা লাল লাইন) লেভেল ব্রেক করে নিম্নমুখী হওয়ার পর USD/JPY পেয়ার বিক্রি করার পরিকল্পনা করছি, যা এই পেয়ারের দ্রুত দরপতনের দিকে নিয়ে যাবে। বিক্রেতাদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 156.15-এর লেভেল (গাঢ় লাল লাইন), যেখানে আমি শর্ট পজিশন ক্লোজ করতে যাচ্ছি এবং অবিলম্বে বিপরীত দিকে লং পজিশন ওপেন করতে যাচ্ছি, সেই লেভেল থেকে বিপরীত দিকে 20-25 পিপস রিবাউন্ডের আশা করছি। যতটা সম্ভব উচ্চ লেভেলে থাকা অবস্থায় এই পেয়ার বিক্রি করা উচিত হবে। গুরুত্বপূর্ণ! এই পেয়ার বিক্রি করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের নিচে রয়েছে এবং সবেমাত্র শূন্যের নিচে নামতে শুরু করেছে।
পরিকল্পনা 2: আজ MACD সূচকটি ওভারবট জোনে থাকাকালীন সময় মূল্য পরপর দুইবার 156.86-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি USD/JPY পেয়ার বিক্রি করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী করবে। আমরা 156.56 এবং 156.15-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করতে পারি।
