বর্তমানে USD/CAD পেয়ারের মূল্য 200-দিনের সিম্পল মুভিং অ্যাভারেজ (SMA) লেভেলের ওপরে অবস্থান করছে। এই পেয়ারের স্পট মূল্য ইতোমধ্যেই গুরুত্বপূর্ণ সাইকোলজিক্যাল লেভেল 1.4000 অতিক্রম করেছে।
নতুন সপ্তাহে শক্তিশালী বুলিশ গ্যাপের সাথে তেলের ট্রেডিং শুরু হয়েছে, যা আংশিকভাবে গত সপ্তাহের দরপতন পুষিয়ে নিয়েছে—বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের নতুন বক্তব্যের পরে, যেখানে তিনি চীন থেকে আমদানিকৃত পণ্যের ওপর 100% শুল্ক আরোপের হুমকি থেকে কিছুটা সরে আসার ইঙ্গিত দিয়েছেন। এতে করে মার্কিন-চীন বাণিজ্য সংঘাত তীব্রতর হওয়ার আশঙ্কা কিছুটা প্রশমিত হয়েছে, যদিও সেইসাথে বৈশ্বিক চাহিদা হ্রাস পাওয়ার সম্ভাবনা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। এর পাশাপাশি, শুক্রবার প্রকাশিত কানাডার শ্রমবাজার সংক্রান্ত প্রতিবেদনটির ফলাফল প্রত্যাশার চেয়েও ইতিবাচক ছিল, যেখানে সেপ্টেম্বর মাসে 60,400টি নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এই ফলাফল কমোডিটির সাথে সম্পর্কযুক্ত কানাডিয়ান ডলারকে সহায়তা করেছে এবং USD/CAD পেয়ারের ওপর চাপ সৃষ্টি করেছে।
অন্যদিকে, মার্কিন ডলার কিছুটা বিনিয়োগকারীদের আকর্ষণ করছে এবং শুক্রবার কারেকশনের অংশ হিসেবে শুরু হওয়া দরপতন স্থিতিশীল করতে সহায়তা পেয়েছে, যদিও ঝুঁকিপূর্ণ অ্যাসেটের চাহিদা বৃদ্ধির ফলে নিরাপদ বিনিয়োগের প্রতি চাহিদা কিছুটা হ্রাস পেয়েছে। এই অবস্থায়ও ট্রেডারদের প্রত্যাশা অনুযায়ী ফেডারেল রিজার্ভ চলতি বছরে আরও দু'বার সুদের হার হ্রাস করতে পারে।
এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রে চলমান সরকারি শাটডাউন মার্কিন ডলারের মূল্যের বিয়ারিশ প্রবণতা সৃষ্টি করছে — তবু এখনও মার্কেটে সম্পূর্ণভাবে ডলারের মূল্যের বুলিশ প্রবণতার সমাপ্তি ঘটেনি।
এই পরিস্থিতিগুলো সামগ্রিকভাবে USD/CAD পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনার ওপর একটি বাধার মতো কাজ করছে। তবে চলমান বাণিজ্য খাত নিয়ে অনিশ্চয়তা মার্কেটের ট্রেডারদের আগ্রাসীভাবে ট্রেডিং করা থেকে বিরত রাখছে।টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে দেখলে, গত সপ্তাহে মূল্য 200-দিনের SMA এবং 1.4000-এর সাইকোলজিক্যাল লেভেল ব্রেকআউট করে ঊর্ধ্বমুখী হওয়ায় (এপ্রিলের পর প্রথমবারের মতো) সেটি USD/CAD পেয়ারের ক্রেতাদের জন্য একটি ইতিবাচক সংকেত হিসেবে বিবেচিত হতে পারে। এর মানে, যেকোনো পরবর্তী কারেকটিভ রিট্রেসমেন্টকে মূল্য 1.3980–1.3975 লেভেলে (যা 200-দিনের SMA-এর কাছাকাছি) থাকা অবস্থায় এই পেয়ার সুযোগ হিসেবে দেখা যেতে পারে, যখন 1.3940–1.3935 সাপোর্ট লেভেল পর্যন্ত বড় ধরনের দরপতনের হতে পারে।
এছাড়াও লক্ষ্য করতে হবে যে, যুক্তরাষ্ট্র ও কানাডায় ছুটির কারণে লিকুইডিটি কম থাকবে, ফলে অনিশ্চিত মৌলিক প্রেক্ষাপটে ট্রেডিংয়ের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত।