ব্রিটিশ পাউন্ডের ট্রেডের বিশ্লেষণ এবং টিপস
যখন MACD সূচকটি ইতোমধ্যেই শূন্যের অনেক নিচে নেমে গিয়েছিল তখন এই পেয়ারের মূল্য 1.3631 লেভেল টেস্ট করেছিল, যা পাউন্ডের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করে। দিনের প্রথমার্ধে যুক্তরাজ্যে মুদ্রাস্ফীতি সম্পর্কিত প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। তবে এই প্রতিবেদনের প্রভাবে মার্কেটে কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। পাউন্ড স্টার্লিং একটি সংকীর্ণ সাইডওয়ে চ্যানেলের মধ্যে ট্রেড করচ্ছে। সম্ভবত ফেডের বৈঠকের সিদ্ধান্ত না আসা পর্যন্ত এই পেয়ারের মূল্যের সেখানেই অবস্থান করবে।
দিনের দ্বিতীয়ার্ধে মূল সুদের হার সম্পর্কিত FOMC-এর সিদ্ধান্ত, FOMC-এর অর্থনৈতিক পূর্বাভাস এবং জেরোম পাওয়েলের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হবে। সুদের হার সংক্রান্ত সিদ্ধান্তের অপেক্ষায় মার্কেট স্থবির হয়ে আছে। বিশ্বের বিনিয়োগকারী ও বিশ্লেষকরা প্রস্তুতি নিচ্ছেন সেই সত্যিকারের মুহূর্তের জন্য, যখন ফেডারেল ওপেন মার্কেট কমিটি মূল সুদের হারের ব্যাপারে তাদের সিদ্ধান্ত ঘোষণা করবে। সাম্প্রতিক মাসগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক পরিস্থিতি যথেষ্ট দুর্বল ছিল, এবং FOMC-এর সিদ্ধান্ত ফিন্যান্সিয়াল মার্কেটে আরও মুভমেন্টের জন্য অনুঘটক হিসেবে কাজ করতে পারে।
সুদের হার সম্পর্কিত সিদ্ধান্তের বাইরেও, বিশেষ মনোযোগ দেওয়া হবে FOMC কর্তৃক প্রকাশিত অর্থনৈতিক পূর্বাভাসের দিকে। এগুলো থেকে বোঝা যাবে কমিটির সদস্যরা মার্কিন অর্থনীতির ভবিষ্যৎকে কীভাবে দেখছেন—প্রবৃদ্ধি, মুদ্রাস্ফীতি ও কর্মসংস্থানের সম্ভাবনা কেমন। FOMC-এর পূর্বাভাস ও ট্রেডারদের প্রত্যাশার মধ্যে যেকোনো অমিল মার্কেটে ভোলাটিলিটি সৃষ্টি করতে পারে এবং অ্যাসেটে বিনিয়োগ পুনর্মূল্যায়নের প্রবণতা দেখা যেতে যেতে পারে। দিনের মূল আকর্ষণ হবে ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েলের প্রেস কনফারেন্স। তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেবেন এবং FOMC-এর অবস্থান স্পষ্ট করার চেষ্টা করবেন, পাশাপাশি সর্বশেষ অর্থনৈতিক প্রতিবেদন নিয়ে মন্তব্য করবেন। তার বক্তব্য থেকে ভবিষ্যৎ আর্থিক নীতিমালা সম্পর্কে ইঙ্গিত খুঁজে বের করার চেষ্টা করা হবে।
দৈনিক কৌশলের ক্ষেত্রে আমি মূলত পরিকল্পনা #1 এবং #2 বাস্তবায়নের ওপর বেশি নির্ভর করব।
বাই সিগন্যাল
পরিকল্পনা #1: আজ পাউন্ডের মূল্য 1.3731-এর (চার্টে গাঢ় সবুজ লাইন) লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 1.3660-এর (চার্টে সবুজ লাইন) এন্ট্রি পয়েন্টে পৌঁছাবে তখন আমি পাউন্ড কেনার পরিকল্পনা করছি। মূল্য প্রায় 1.3731-এর লেভেলের আশেপাশে পৌঁছালে, আমি লং পজিশন ক্লোজ করতে যাচ্ছি এবং বিপরীত দিকে শর্ট পজিশন ওপেন করতে যাচ্ছি, উল্লিখিত লেভেল থেকে বিপরীত দিকে 30-35 পিপস মুভমেন্টের প্রত্যাশা করছি। ফেডের পূর্বাভাসে দুর্বল অর্থনৈতিক পরিস্থিতির সম্ভাবনা প্রতিফলিত হলে আজ পাউন্ডের দর বৃদ্ধি পেতে পারে। গুরুত্বপূর্ণ! এই পেয়ার কেনার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের উপরে রয়েছে এবং শূন্যের উপরে উঠতে শুরু করেছে।
পরিকল্পনা #2: MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকাকালীন সময়ে 1.3631-এর লেভেলে মূল্যের পরপর দুটি টেস্টের ক্ষেত্রেও আমি আজ ইউরো কিনতে যাচ্ছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নগামী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং বাজারদরকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী করবে। 1.3660 এবং 1.3730-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করা যেতে পারে।
সেল সিগন্যাল
পরিকল্পনা #1: আজ পাউন্ডের মূল্য 1.3631-এর (চার্টে লাল লাইন) লেভেল ব্রেক করে নিম্নমুখী হওয়ার পর আমি পাউন্ড বিক্রি করার পরিকল্পনা করছি, যা GBP/USD-এর দ্রুত দরপতনের দিকে নিয়ে যাবে। বিক্রেতাদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 1.3574-এর লেভেল, যেখানে মূল্য পৌঁছালে আমি শর্ট পজিশন ক্লোজ করতে যাচ্ছি এবং অবিলম্বে বিপরীত দিকে লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি, এই লেভেল থেকে বিপরীত দিকে 20-25 পিপস মুভমেন্ট হওয়ার আশা করছি। ফেড দৃঢ় অবস্থান গ্রহণ করলে আজ এই পেয়ারের উপর চাপ ফিরে আসবে। গুরুত্বপূর্ণ! বিক্রি করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের নিচে রয়েছে এবং শূন্যের নিচে নামতে শুরু করেছে।
পরিকল্পনা #2: MACD সূচকটি ওভারবট জোনে থাকাকালীন সময়ে 1.3660-এর লেভেলে মূল্যের পরপর দুটি টেস্টের ক্ষেত্রে আমি আজ পাউন্ড বিক্রি করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং বাজারদরকে বিপরীতমুখী করে নিম্নমুখী দিকে নিয়ে যাবে। 1.3631 এবং 1.3574-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করা যেতে পারে।