বিশ্লেষণী পর্যালোচনা

ফরেক্সমার্টের বিশ্লেষণী পর্যালোচনা ফরেক্স মার্কেটের সর্বশেষ টেকনিক্যাল বিশ্লেষণ সরবরাহ করে। এই প্রতিবেদনগুলোর মধ্যে স্টক মার্কেট প্রবণতা, আর্থিক পূর্বাভাস, বৈশ্বিক আর্থিক পর্যালোচনা এবং বাজারে প্রভাব বিস্তার করতে পারে এমন রাজনৈতিক সংবাদ।

Disclaimer:  ফরেক্সমার্ট বিনিয়োগের পরামর্শ দেয় না এবং সরবরাহিত বিশ্লেষণগুলি ভবিষ্যতের ফলাফলের প্রতিশ্রুতি হিসাবে গণ্য করা উচিত নয়

Portugalské akcie na konci obchodování posílily; PSI o 0,32 %

Portugalské akcie se po uzavření úterního obchodování zvýšily, když k růstu vedly zisky v sektorech spotřebitelských služeb, základních materiálů a technologií.

Na konci obchodování v Lisabonu si index PSI připsal 0,32 %.

Nejlépe si v rámci indexu PSI vedla společnost Altri SGPS SA (ELI:ALSS), která vzrostla o 1,25 %, tj. o 0,07 bodu, a v závěru obchodování se obchodovala na úrovni 5,28 bodu. Mezitím společnost Jeronimo Martins SGPS SA (ELI:JMT) přidala 1,22 %, tj. 0,22 bodu, a skončila na 18,30 bodu a společnost Mota Engil SGPS SA (ELI:MOTA) v závěru obchodování vzrostla o 1,22 %, tj. 0,03 bodu, na 2,82 bodu.

Nejhůře si během seance vedla společnost Corticeira Amorim (ELI:CORA), která klesla o 1,00 % neboli 0,08 bodu a v závěru obchodování se obchodovala na úrovni 7,92 bodu. Společnost Ren Redes Energeticas Nacionais SGPS SA (ELI:RENE) klesla o 0,67 %, tj. 0,02 bodu, a uzavřela na hodnotě 2,24 a EDP Energias de Portugal SA (ELI:EDP) se snížila o 0,51 %, tj. 0,02 bodu, na 3,11 bodu.

GBP/USD পেয়ারের পূর্বাভাস, ২২ এপ্রিল। অবিলম্বে পুনরায় পাউন্ডের দরপতন শুরু হয়েছে
22:24 2024-04-22 UTC--5

GBP/USD পেয়ারের 5M চার্ট

সোমবার অপ্রত্যাশিতভাবে GBP/USD পেয়ারের দরপতন হয়েছে। ব্রিটিশ পাউন্ডের মূল্য চার মাস ধরে ফ্ল্যাট অবস্থায় ছিল এবং বেশ কয়েক মাস ধরে এই পেয়ারের মূল্যের অস্থিরতার মাত্রা বিশেষভাবে কম ছিল। তবে গত দুদিন ধরে অস্বাভাবিকভাবে এই পেয়ারের ট্রেড করা হচ্ছে। শুক্রবার ব্রিটিশ মুদ্রার তীব্র দরপতন হয়েছিল, যখন তুলনামূলক গুরুত্বপূর্ণ ইভেন্টের মধ্যে শুধুমাত্র যুক্তরাজ্যের খুচরা বিক্রয় প্রতিবেদন প্রকাশিত হয়েছিল এবং সোমবার কোনই সংবাদ ছিল না। তা সত্ত্বেও, পাউন্ডের সাম্প্রতিক দরপতনকে মার্কেটের সব থেকে যৌক্তিক মুভমেন্ট হিসেবে গণ্য করা যায়। মৌলিক এবং সামষ্টিক অর্থনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করে দীর্ঘদিন ধরে ঊর্ধ্বমুখী প্রবণতায় পাউন্ডের ট্রেড করা হয়েছে। এখন এই "ঋণ পরিশোধের" সময় এসেছে। আমরা মনে করি যে প্রায় যেকোনো ক্ষেত্রেই পাউন্ডের দরপতন অব্যাহত থাকতে পারে এবং দরপতনই হওয়া উচিত। এমনকি সংবাদ, প্রতিবেদন বা কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের বক্তৃতা ছাড়াই এমন পরিস্থিতি দেখা যেতে পারে।

ফ্ল্যাট মুভমেন্টের আরও এক সপ্তাহ পর, এই পেয়ারের মূল্যের নিম্নমুখী প্রবণতা আবার শুরু হয়েছে। ফেডের সুদের হার কমানোর ব্যাপারে মার্কেটের ট্রেডারদের আস্থা কমে যাওয়ায়, পাউন্ডের উচ্চ চাহিদা বজায় থাকার কোনো কারণ নেই। ফেডারেল রিজার্ভ সুদের হার কমানোর সিদ্ধান্ত নেওয়ার আগেই ব্যাঙ্ক অফ ইংল্যান্ডের কাছে সুদের হার কমানোর প্রচুর কারণ রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে মুদ্রাস্ফীতি বাড়চে। ফেড 2025 সালে প্রথমবারের মতো সুদের হার কমাতে পারে।

সোমবার, আমরা শুধুমাত্র দুটি ট্রেডিং সিগন্যালের তুলে ধরতে পারি। প্রথমে, এই পেয়ারের মূল্য 1.2349 এর লেভেল থেকে বাউন্স করে এবং তারপরে এই লেভেল অতিক্রম করে। দুর্ভাগ্যবশত, ট্রেডিং সিগন্যালগুলো সেরা ছিল না, কিন্তু শুক্রবার থেকে ট্রেডাররা এখনও শর্ট পজিশন ধরে রাখতে পারে যখন মূল্য 1.2429-1.2445 এর রেঞ্জ অতিক্রম করে, যা সাপ্তাহিক ফ্ল্যাট মুভমেন্টের সমাপ্তি চিহ্নিত করে৷ এটি সবচেয়ে সুস্পষ্ট সিদ্ধান্ত ছিল না, তবে সোমবার পাউন্ডের দরপতন ঘটার মতো কোন ছিল না। বাই সিগন্যাল থেকে লাভ করা যায়নি, এবং যদি মার্কিন সেশন চলাকালীন সময়ে ম্যানুয়ালি ট্রেড ক্লোজ করা যায় তাহলেই শুধুমাত্র সেল সিগন্যাল থেকে লাভ করা যেতে পারে।

COT রিপোর্ট:

analytics6626fbd02b917.jpg

ব্রিটিশ পাউন্ডের COT রিপোর্টে দেখা গেছে যে সাম্প্রতিক মাসগুলোতে কমার্শিয়াল ট্রেডারদের সেন্টিমেন্ট প্রায়শই পরিবর্তিত হয়েছে। লাল এবং নীল লাইন, যা কমার্শিয়াল এবং নন-কমার্শিয়াল ট্রেডারদের নেট পজিশনের প্রতিনিধিত্ব করে, ক্রমাগত ছেদ করে এবং বেশিরভাগ ক্ষেত্রে, শূন্য চিহ্নের কাছাকাছি রয়েছে। ব্রিটিশ পাউন্ডের সর্বশেষ COT রিপোর্ট অনুসারে, নন-কমার্শিয়াল গ্রুপ 8,200টি বাই কন্ট্র্যাক্ট ক্লোজ করেছে এবং 11,400টি শর্ট পজিশন ওপেন করেছে। ফলস্বরূপ, নন-কমার্শিয়াল ট্রেডারদের নেট পজিশন এক সপ্তাহে 19,600 কন্ট্র্যাক্ট কমেছে। মৌলিক পটভূমি এখনও পাউন্ড স্টার্লিং এর দীর্ঘমেয়াদী ক্রয়ের জন্য কোন ভিত্তি প্রদান করে না, এবং অবশেষে বিশ্বব্যাপী পাউন্ডের মূল্যের নিম্নমুখী প্রবণতা পুনরায় শুরু হওয়ার একটি বাস্তব সুযোগ রয়েছে। 24-ঘন্টার টাইমফ্রেমের ট্রেন্ড লাইনে স্পষ্টভাবে এটি দেখা যাচ্ছে।

নন-কমার্শিয়াল গ্রুপের বর্তমানে মোট 71,800টি বাই কন্ট্র্যাক্ট এবং 63,200টি সেল কন্ট্র্যাক্ট রয়েছে। বুলস বা ক্রেতারা আর উল্লেখযোগ্য সুবিধাজনক অবস্থায় নেই। তাই পাউন্ডের দরপতনের ব্যাপক সম্ভাবনা রয়েছে। আমরা কেবল আশা করতে পারি যে যুক্তরাজ্যে মুদ্রাস্ফীতি ত্বরান্বিত হবে না বা ব্যাংক অফ ইংল্যান্ড হস্তক্ষেপ করবে না।

GBP/USD পেয়ারের 1H চার্ট

analytics6626fbd77391b.jpg

1H চার্টে, GBP/USD পেয়ারের মূল্য 1.25-1.28 এর সাইডওয়েজ চ্যানেল ছেড়েছে। এখন, পাউন্ডের মূল্যের নিম্নমুখী প্রবণতা অব্যাহত থাকা উচিত এবং এই পেয়ারের কমপক্ষে 300-400 পিপস দরপতনের সম্ভাবনা রয়েছে। মৌলিক এবং সামষ্টিক অর্থনৈতিক পটভূমি ডলারকে সমর্থন করে চলেছে, কারণ মার্কিন অর্থনীতি যুক্তরাজ্যের তুলনায় অনেক শক্তিশালী অবস্থায় রয়েছে, এবং ফেড প্রথমবারের মতো সুদের হার কমানোর সময় পিছিয়েই যাচ্ছে। ফলস্বরূপ, এমনকি ব্যাংক অব ইংল্যান্ডও শীঘ্রই মূল সুদের হার কমাতে পারে, এবং এটি পাউন্ডের উপর চাপ সৃষ্টি করবে। যেহেতু এই পেয়ারের মূল্য 1.2349-এর লেভেল অতিক্রম করেছে, তাই মঙ্গলবার পাউন্ডের মূল্যের নতুন নিম্নগামী মুভমেন্ট শুরু হতে পারে, বিশেষ করে যদি এই লেভেল থেকে এই পেয়ারের মূল্যের রিবাউন্ড হয়।

23 এপ্রিল পর্যন্ত, আমরা ট্রেড করার জন্য নিম্নলিখিত লেভেলগুলোকে গুরুত্বপূর্ণ বলে মনে করছি: 1.2215, 1.2269, 1.2349, 1.2429-1.2445, 1.2516, 1.2605-1.2620, 1.2691-1.2701, 1.2786, 1.2863, 1.2981-1.2987। সেনকৌ স্প্যান বি (1.2556) এবং কিজুন-সেন (1.2391) লাইনও সিগন্যালের উৎস হিসাবে কাজ করতে পারে। মূল্য 20 পিপস দ্বারা অভিপ্রেত দিকে চলে গেলে ব্রেকইভেনে স্টপ লস সেট করতে ভুলবেন না। ইচিমোকু ইন্ডিকেটর লাইনগুলি দিনের বেলা অবস্থান পরিবর্তন করতে পারে, তাই ট্রেডিং সিগন্যাল নির্ধারণ করার সময় এটি বিবেচনা করা উচিত।

মঙ্গলবার, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রে পরিষেবা এবং উৎপাদন সংক্রান্ত পিএমআই প্রতিবেদন প্রকাশিত হবে। ব্রিটিশ রিপোর্টগুলো আরও বেশি গুরুত্বপূর্ণ, তবে মার্কেটে প্রতিক্রিয়া সৃষ্টির জন্য এই রিপোর্টগুলোর ফলাফল পূর্বাভাসের থেকে আলাদা হতে হবে।

চার্টের সূচকসমূহের বর্ণনা:

মূল্যের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলগুলো হচ্ছে গাঢ় লাল লাইন, যার কাছাকাছি মুভমেন্ট শেষ হতে পারে। এগুলো ট্রেডিং সংকেত প্রদান করে না।

কিজুন-সেন এবং সেনকৌ স্প্যান বি লাইন হল ইচিমোকু সূচকের লাইন, যা 4-ঘন্টা থেকে এক ঘন্টার চার্টে সরানো হয়েছে। এগুলো শক্তিশালী লাইন।

এক্সট্রিম লেভেল হল হালকা লাল লাইন যেখান থেকে মূল্য আগে বাউন্স করেছে। এগুলো ট্রেডিং সিগন্যাল প্রদান করে।

হলুদ লাইন হল ট্রেন্ড লাইন, ট্রেন্ড চ্যানেল এবং অন্য কোন প্রযুক্তিগত নিদর্শন।

COT চার্টে সূচক 1 প্রতিটি শ্রেণীর ট্রেডারদের নেট পজিশনের আকার প্রতিফলিত করে।

COT চার্টে সূচক 2 নন কমার্শিয়াল গ্রুপের নেট পজিশনের আকার প্রতিফলিত করে।

1
প্রতিক্রিয়া

ForexMart is authorized and regulated in various jurisdictions.

(Reg No.23071, IBC 2015) with a registered office at First Floor, SVG Teachers Co-operative Credit Union Limited Uptown Building, Corner of James and Middle Street, Kingstown, Saint Vincent and the Grenadines

Restricted Regions: the United States of America, North Korea, Sudan, Syria and some other regions.


© 2015-2025 Tradomart SV Ltd.
Top Top
ঝুঁকি সতর্কতা:
ফরেক্স এক্সচেঞ্জ অত্যন্ত অনুমানভিত্তিক এবং জটিল প্রকৃতির এবং এটি সকল বিনিয়োগকারীদের জন্য উপযুক্ত নাও হতে পারে। ফরেক্স ট্রেডিংয়ের ফলে লাভ বা ক্ষতি হতে পারে। অতএব, অর্থ হারালে আপনি যদি তার যোগান দিতে না পারেন তাহলে সেটি বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হয়। ফরেক্সমার্টের প্রদত্ত সেবাগুলো ব্যবহার করার আগে, দয়াকরে ফরেক্স ট্রেডিং সম্পর্কিত ঝুঁকিগুলো সম্পর্কে জানুন। প্রয়োজনে আর্থিক পরামর্শ নিন। দয়াকরে মনে রাখবেন যে অতীত অভিজ্ঞতা বা ভবিষ্যত পূর্বাভাস কোন কিছুই ভবিষ্যতের ফলাফলের নিশ্চয়তা প্রদান করে না।
ফরেক্স এক্সচেঞ্জ অত্যন্ত অনুমানভিত্তিক এবং জটিল প্রকৃতির এবং এটি সকল বিনিয়োগকারীদের জন্য উপযুক্ত নাও হতে পারে। ফরেক্স ট্রেডিংয়ের ফলে লাভ বা ক্ষতি হতে পারে। অতএব, অর্থ হারালে আপনি যদি তার যোগান দিতে না পারেন তাহলে সেটি বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হয়। ফরেক্সমার্টের প্রদত্ত সেবাগুলো ব্যবহার করার আগে, দয়াকরে ফরেক্স ট্রেডিং সম্পর্কিত ঝুঁকিগুলো সম্পর্কে জানুন। প্রয়োজনে আর্থিক পরামর্শ নিন। দয়াকরে মনে রাখবেন যে অতীত অভিজ্ঞতা বা ভবিষ্যত পূর্বাভাস কোন কিছুই ভবিষ্যতের ফলাফলের নিশ্চয়তা প্রদান করে না।