মঙ্গলবার যুক্তরাষ্ট্রে একাধিক সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশিত হবে। দেশটিতে তৃতীয় প্রান্তিকের জিডিপি (দ্বিতীয় অনুমান), শিল্প উৎপাদন এবং ডিউরেবল গুডস অর্ডার সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হবে। এই তালিকার মধ্যে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে জিডিপি প্রতিবেদন, কারণ দ্বিতীয় অনুমান তুলনামূলকভাবে প্রথম বা তৃতীয় অনুমানের চেয়ে কম গুরুত্বপূর্ণ। তবে, শিল্প উৎপাদন ও ডিউরেবল গুডস অর্ডার সংক্রান্ত প্রতিবেদনের ফলাফলের প্রভাবে মার্কেটে প্রতিক্রিয়া দেখা যেতে পারে। আজ যুক্তরাজ্য এবং ইউরোজোনের ইভেন্ট ক্যালেন্ডার অনুযায়ী কোনো সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশিত হবে না।

মঙ্গলবারে কোনো উল্লেখযোগ্য ফান্ডামেন্টাল ইভেন্ট নির্ধারিত নেই। সামগ্রিকভাবে, বর্তমান মার্কেটে যে বিষয়গুলো নিয়ে প্রশ্ন উঠতে পারে, তা মূলত ফেডারেল রিজার্ভকে কেন্দ্র করে রয়েছে। যদিও ফেডের সর্বশেষ বৈঠক সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে, তবে তারপর থেকেই যুক্তরাষ্ট্রে শ্রমবাজার, বেকারত্ব, এবং মুদ্রাস্ফীতি সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে—যা ফেডের মুদ্রানীতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। তবে এখন পর্যন্ত জেরোম পাওয়েল কিংবা ফেডারেল ওপেন মার্কেট কমিটির অন্যান্য সদস্যদের পক্ষ থেকে নতুন কোনো দৃষ্টিভঙ্গি পাওয়া যায়নি। এবং পূর্বেই উল্লেখ করা হয়েছে, মঙ্গলবার ফেড কর্মকর্তাদের পক্ষ থেকেও কোনো বক্তব্য নির্ধারিত নেই। ছুটির সময় ঘনিয়ে আসায় অনেক রাজনীতিবিদ, কর্মকর্তা এবং কর্মীরা এরইমধ্যে ছুটিতে চলে যাচ্ছেন।
চলতি সপ্তাহের দ্বিতীয় দিনের ট্রেডিংয়ে, EUR/USD এবং GBP/USD – উভয় কারেন্সি পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী মোমেন্টাম অব্যাহত থাকতে পারে; তবে যুক্তরাষ্ট্রে প্রকাশিতব্য সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদনের ফলাফল মার্কিন ডলারের মূল্যের মুভমেন্টকে প্রভাবিত করতে পারে। EUR/USD পেয়ারের ক্ষেত্রে, 1.1745–1.1754 এরিয়াতে দুটি বাই সিগনাল গঠিত হওয়ায় মূল্য বৃদ্ধির প্রবণতা আজও চলমান থাকতে পারে। অন্যদিকে, GBP/USD পেয়ারের মূল্যও 1.3437–1.3446 এরিয়া থেকে বাই সিগনাল গঠনের মাধ্যমে সাইডওয়েজ চ্যানেল ছেড়ে ঊর্ধ্বমুখী মোমেন্টাম অব্যাহত রাখতে পারে।
নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য
গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।
ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।