বিশ্লেষণী পর্যালোচনা

ফরেক্সমার্টের বিশ্লেষণী পর্যালোচনা ফরেক্স মার্কেটের সর্বশেষ টেকনিক্যাল বিশ্লেষণ সরবরাহ করে। এই প্রতিবেদনগুলোর মধ্যে স্টক মার্কেট প্রবণতা, আর্থিক পূর্বাভাস, বৈশ্বিক আর্থিক পর্যালোচনা এবং বাজারে প্রভাব বিস্তার করতে পারে এমন রাজনৈতিক সংবাদ।

Disclaimer:  ফরেক্সমার্ট বিনিয়োগের পরামর্শ দেয় না এবং সরবরাহিত বিশ্লেষণগুলি ভবিষ্যতের ফলাফলের প্রতিশ্রুতি হিসাবে গণ্য করা উচিত নয়

Turecká centrální banka se setká s vedením bank, tvrdí bankovní zdroje

ISTANBUL (Reuters) – Guvernér turecké centrální banky Fatih Karahan se v neděli setká se členy představenstva turecké bankovní asociace (TBB), aby s nimi projednal poslední vývoj na trhu, uvedly tři bankovní zdroje obeznámené se situací.

Turecká lira, akcie a dluhopisy zaznamenaly silný pokles od středy, kdy byl zadržen istanbulský starosta Ekrem Imamoglu, hlavní politický rival prezidenta Tayyipa Erdogana.

Turecký soud Imamoglua v neděli uvěznil až do procesu kvůli obvinění z úplatkářství. Ten obvinění odmítá.

Karahanova schůzka s TBB začne ve 12:00 SEČ, uvedly zdroje.

মার্কেটে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকার কারণ আছে কি? (AUD/USD-এর দরপতন ও GBP/USD-এর দর বৃদ্ধির সম্ভাবনা রয়েছে)
05:03 2025-05-19 UTC--4

চলতি সপ্তাহে খুব বেশি গুরুত্বপূর্ণ ইভেন্ট অনুষ্ঠিত হবে না বা কোনো নাটকীয় সংবাদ শিরোনাম আসারও আশা করা হচ্ছে না—ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে নতুন করে বিশ্ব কাঁপানো কোনো প্রতিশ্রুতি নেই। তবে কিছু বিষয় রয়েছে, যেগুলো ছোট পরিসরে মার্কেটে মুভমেন্ট সৃষ্টি করতে পারে।

সবার আগে, ট্রেডাররা ফেডারেল রিজার্ভের সদস্যদের বক্তব্য ও মন্তব্যের দিকে দৃষ্টি দেবেন। সাম্প্রতিক মার্কিন মূল্যস্ফীতি প্রতিবেদন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সূচকের পরিপ্রেক্ষিতে, বিনিয়োগকারীরা বিশেষভাবে FOMC-এর ভোট প্রদানকারী সদস্যদের অবস্থান জানতে আগ্রহী। পাশাপাশি, যুক্তরাজ্য ও ইউরোজোন থেকে আসন্ন ভোক্তা মূল্য সূচক সংক্রান্ত প্রতিবেদনগুলো এখন আর আগের মতো শক্তিশালী প্রভাব না ফেললেও, ইসিবি ও ব্যাংক অব ইংল্যান্ডের ভবিষ্যৎ মুদ্রানীতির ব্যাপারে কিছুটা ইঙ্গিত দিতে পারে।

তবে এসব ইভেন্টে যাওয়ার আগে চলুন প্রথমে যুক্তরাষ্ট্রের আসন্ন ম্যানুফ্যাকচারিং বা উৎপাদন সংক্রান্ত প্রতিবেদনের দিকে মনোযোগ দিই। এই পরিসংখ্যানগুলো মার্কিন অর্থনীতির প্রকৃত অবস্থা সম্পর্কে জানতে সাহায্য করবে এবং অর্থনৈতিক মন্দার ঝুঁকি কতটা বাড়ছে, তা মূল্যায়ন করার সুযোগ দেবে।

বিশেষভাবে, মে মাসের ম্যানুফ্যাকচারিং বা উৎপাদন সংক্রান্ত PMI পূর্বাভাস অনুযায়ী ৫০.২ থেকে নেমে ৪৯.৯-এ পৌঁছাতে পারে, যা ৫০ পয়েন্টের নিচে থাকবে। সার্ভিসেস বা পরিষেবা সংক্রান্ত PMI-ও সামান্য কমে ৫০.৮ থেকে ৫০.৭-এ নামতে পারে। যদি এই প্রতিবেদনগুলোর ফলাফল প্রত্যাশিত বা তার চেয়েও নিম্নমুখী হয়, তাহলে তা মার্কিন অর্থনীতির চলমান দুর্বলতার স্পষ্ট ইঙ্গিত হবে। এই প্রবণতা যদি স্থায়ী হয়, তাহলে পূর্ণমাত্রায় অর্থনৈতিক মন্দার সম্ভাবনা নিয়ে ভাবার সময় আসবে, যার সরাসরি নেতিবাচক প্রভাব পড়বে ডলার ও মার্কিন স্টক মার্কেটের উপর।

ফেডের কর্মকর্তাদের কাছ থেকে বিনিয়োগকারীরা ইঙ্গিত পাওয়ার আশায় আছেন যে, সুদের হার কখন হ্রাস পেতে পারে—বিশেষ করে যখন ভোক্তা মূল্যস্ফীতি ধীরে ধীরে ২%-এর লক্ষ্যমাত্রার কাছাকাছি পৌঁছাচ্ছে। তারা আদৌ স্পষ্ট বার্তা দেবেন কি না, সেটিই দেখার বিষয়। এখন পর্যন্ত, ফেডের চেয়ারম্যান পাওয়েল নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছেন এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

এবার ইউরোজোন ও যুক্তরাজ্যের ভোক্তা মূল্য সূচকের দিকে নজর দিলে দেখা যায়, ইউরোজোনে বার্ষিক মূল্যস্ফীতি ২.২%-এ স্থির থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে যুক্তরাজ্যে মূল্যস্ফীতি ২.৬% থেকে বেড়ে ৩.৩%-এ পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছে।

রিজার্ভ ব্যাংক অব অস্ট্রেলিয়া (RBA) থেকে সম্ভাব্যভাবে সুদহার হ্রাসসহ সামগ্রিকভাবে সুদের হার কমানোর প্রত্যাশা বিবেচনায়, ইসিবি এবং ব্যাংক অব ইংল্যান্ড এখনই আর আর্থিক নীতিমালা নমনীয় না করে ফেডের সতর্ক অবস্থান গ্রহণের পথ অনুসরণ করতে পারে।

মার্কেটের সাপ্তাহিক পূর্বাভাস:
আগের প্রবণতাগুলো কিছুটা প্রভাবহীন হতে যেতে পারে, কারণ মার্কেটে শক্তিশালী কোনো অনুঘটক নেই এবং শুক্রবার মুডি'স কর্তৃক যুক্তরাষ্ট্রের ক্রেডিট রেটিং AAA থেকে Aa1-এ নামিয়ে আনা হয়েছে। যদিও ট্রেজারি সেক্রেটারি বেসেন্ট এই পদক্ষেপকে "ল্যাগিং ইনডিকেটর" বা গুরুত্বহীন সূচক হিসেবে অভিহিত করেছেন, ট্রেডাররা এটিকে গুরুতর সতর্কবার্তা হিসেবেই দেখছে, যা মার্কিন ইক্যুইটি এবং অন্যান্য সেগমেন্টে স্থানীয় পর্যায়ে কারেকশনের কারণ হতে পারে।

analytics682ad87a38f7f.jpg

দৈনিক পূর্বাভাস:

AUD/USD

রিজার্ভ ব্যাংক অব অস্ট্রেলিয়ার বৈঠকের আগে এই পেয়ার স্থবির অবস্থায় রয়েছে। সুদের হার হ্রাসের প্রত্যাশা রয়েছে, যা এই পেয়ারের মূল্যকে 0.6320-এর দিকে নামিয়ে নিয়ে যেতে পারে। এই পেয়ার বিক্রির জন্য সম্ভাব্য লেভেল হতে পারে 0.6370।

GBP/USD

যুক্তরাজ্যে মূল্যস্ফীতি বাড়বে এমন প্রত্যাশার পটভূমিতে ঊর্ধ্বমুখী প্রবণতার সাথে এই পেয়ারের ট্রেড করা হচ্ছে, যা ব্যাংক অব ইংল্যান্ডের পক্ষ থেকে ভবিষ্যতে সুদের হার হ্রাসের সম্ভাবনা কমিয়ে দিতে পারে। এই প্রেক্ষাপটে, পেয়ারটির মূল্য 1.3340 রেজিস্ট্যান্স লেভেল অতিক্রম করে 1.3440-এর দিকে যেতে পারে। এই পেয়ার ক্রয়ের জন্য সম্ভাব্য এন্ট্রি লেভেল হচ্ছে 1.3356।

প্রতিক্রিয়া

ForexMart is authorized and regulated in various jurisdictions.

(Reg No.23071, IBC 2015) with a registered office at First Floor, SVG Teachers Co-operative Credit Union Limited Uptown Building, Corner of James and Middle Street, Kingstown, Saint Vincent and the Grenadines

Restricted Regions: the United States of America, North Korea, Sudan, Syria and some other regions.


aWS
© 2015-2025 Tradomart SV Ltd.
Top Top
ঝুঁকি সতর্কতা:
ফরেক্স এক্সচেঞ্জ অত্যন্ত অনুমানভিত্তিক এবং জটিল প্রকৃতির এবং এটি সকল বিনিয়োগকারীদের জন্য উপযুক্ত নাও হতে পারে। ফরেক্স ট্রেডিংয়ের ফলে লাভ বা ক্ষতি হতে পারে। অতএব, অর্থ হারালে আপনি যদি তার যোগান দিতে না পারেন তাহলে সেটি বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হয়। ফরেক্সমার্টের প্রদত্ত সেবাগুলো ব্যবহার করার আগে, দয়াকরে ফরেক্স ট্রেডিং সম্পর্কিত ঝুঁকিগুলো সম্পর্কে জানুন। প্রয়োজনে আর্থিক পরামর্শ নিন। দয়াকরে মনে রাখবেন যে অতীত অভিজ্ঞতা বা ভবিষ্যত পূর্বাভাস কোন কিছুই ভবিষ্যতের ফলাফলের নিশ্চয়তা প্রদান করে না।
ফরেক্স এক্সচেঞ্জ অত্যন্ত অনুমানভিত্তিক এবং জটিল প্রকৃতির এবং এটি সকল বিনিয়োগকারীদের জন্য উপযুক্ত নাও হতে পারে। ফরেক্স ট্রেডিংয়ের ফলে লাভ বা ক্ষতি হতে পারে। অতএব, অর্থ হারালে আপনি যদি তার যোগান দিতে না পারেন তাহলে সেটি বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হয়। ফরেক্সমার্টের প্রদত্ত সেবাগুলো ব্যবহার করার আগে, দয়াকরে ফরেক্স ট্রেডিং সম্পর্কিত ঝুঁকিগুলো সম্পর্কে জানুন। প্রয়োজনে আর্থিক পরামর্শ নিন। দয়াকরে মনে রাখবেন যে অতীত অভিজ্ঞতা বা ভবিষ্যত পূর্বাভাস কোন কিছুই ভবিষ্যতের ফলাফলের নিশ্চয়তা প্রদান করে না।